No Internet Connection !

যশোর জেলা পরিচিতি

প্রশ্ন: যশোর জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৭৮১ সালে।
প্রশ্ন: যশোর জেলার সীমানা কি? উ: যশোর জেলার সীমানা:

✅ উত্তরে: ঝিনাইদহ ও মাগুরা

✅ দক্ষিণে: সাতক্ষীরা ও খুলনা

✅ পূর্বে: নড়াইল

✅ পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ


প্রশ্ন: যশোর জেলার আয়তন কত? উ: ২৫৯৪.৯৫ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: যশোর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: বর্ণময় যশোর।
প্রশ্ন: যশোর জেলার গ্রাম কতটি? উ: ১৪৭৭ টি।
প্রশ্ন: যশোর জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৯৩ টি।
প্রশ্ন: যশোর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৮ টি। যশোর সদর, অভয়নগর, রায়ের পাড়া, শার্শা, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও চৌগাছা।
প্রশ্ন: যশোর জেলার পৌরসভা কতটি? উ:৮ টি। যশোর, ঝিকরগাছা, নোয়াপাড়া, মনিরামপুর, বাঘাপাড়া, বেনাপোল, চৌগাড়া ও কেশবপুর।
প্রশ্ন: যশোর জেলার নদ-নদী কি কি? উ: কপোতাক্ষ, ভৈরব, তন্দ্রা ইত্যাদি।
প্রশ্ন: যশোর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: চামড়া, তুলা, তাঁত প্রভৃতি।
প্রশ্ন: যশোর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, নবাব মীর জুমলার বাড়ি, হাজী মোহাম্মদ মুহসীনের নির্মিত ইমাম বাড়ি, মণিহার সিনেমা হল।
প্রশ্ন: যশোর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: প্রমথ চৌধুরী (সাহিত্যিক), নীরেন্দ্র নাথ রায়, নুরুল মোমেন (সাহিত্যিক), মোহাম্মদ মনিরুজ্জামান (শিক্ষাবিদ), মশিউর রহমান, মাইকেল মধুসূদন দত্ত (কবি, সাহিত্যিক), দিলারা হাশেম (সাহিত্যিক), ড. শমসের আলী (শিক্ষাবিদ), খান বাহাদুর লুৎফর রহমান, অধ্যাপক মোহাম্মদ শরীফ (শিক্ষাবিদ, সাহিত্যিক)।
তথ্যসূত্র: jessore.gov.bd
top
Back
Home
Gsearch